অধরা তৃষ্ণা
অন্ধকারে চোখ পেতে-
দেখে নিতে চাই, দেখা যায় যতদূর
নক্ষত্রের মত বিভ্রমময় ভবিষ্যত ।
কে-জানে-কতদূর থেকে বহুদূর
ভেসে যেতে যেতে
দমকা বাতাস ছুঁয়ে -ছেনে
অক্লেশে ছুটে যায় নির্দয় –
অন্য কোন জানালায়
অন্য কোন বিশ্রস্ত হৃদয় ছুঁয়ে দিতে।
সে কি জানে, এভাবে তুমুল নেড়ে দিলে
থিতু হয়ে জমে থাকা অধরা তৃষ্ণারা
নিদারুন জেগে ওঠে –
যেমন জেগে ওঠে মানুষ –
দুয়ারে সুনামি হানা দিলে ।
==========
Subscribe
Login
0 Comments
Oldest