অনুকাব্যের আচার ২৫ ২৬ ২৭
২৫.জিজ্ঞাসা
গন্ধহীন ভাগ্যময়তায়
আমার বিশ্বাস
এক অনন্ত জিজ্ঞাসা
কে আছে এমন বিশারদ
মিটাবে দর্শন দিয়ে
আমার সে পিপাসা?
২৬.মেকি
আমায় যদি দুঃখ দাও
দুই করতল ভরে
সযত্নে নিতে পারি তাও
সময়ের পাজরে
যদি ক্যান্সারের মতো মৃত্যু দাও
সংসারী নারীর মতো করে
নিতে পারি তাও
শুধু অকারণ মৃত্যুর মতো ওরে
কেবলই ঝরঝরে
প্রশ্নগুলি এবার ফিরিয়ে নাও
ফিরিয়ে নাও
২৭.শাপলা ও প্রেম
সকল আশার কবর দিলাম একটি আশা নিয়ে
তোমায় আমি প্রেম শিখাবো শাপলা হাতে দিয়ে
আমিও নেই শাপলাও নেই তুমি আছো বেঁচে
শাপলাহীন তুমি আমায় ভালোবাসবে যেচে
Subscribe
Login
0 Comments
Oldest