অনুকাব্যের আচার ৪৬ ৪৭ ৪৮
৪৬.আলাপন
শোনরে শোন আলাপন
গোপনে গোপনে
বায়ুভরে মর্মরে
রাস্তা-ঘাট-কাননে
৪৭.পুড়বে
উঠবে উঠবে আগুনঝড় উঠবে
দানবেরা ছুটবে, সব বাধা টুটবে
উড়বে উড়বে ধুলাবালি উড়বে
লাঞ্ছনা গঞ্জনা আঁধার পুড়বে
৪৮.তাইতো আমি-ই রাজা
রিক্ত আমি নিঃস্ব আমি পূর্ণ তবু ওরে
এই পূর্ণতারই অস্ত্র দিয়ে চূর্ণ করি তোরে
নিত্য তোরে ভাঙি-গড়ি তোরই অধীন প্রজা
তোর থেকেও শির উচু মোর তাইতো আমি-ই রাজা
Subscribe
Login
0 Comments
Oldest