অনুভূতি
সৃষ্টির আদিতে আমি তোমাকেই দেখেছিলাম বহুবার —
যখন স্রষ্টার স্বমহিমার সুবিস্তীর্ণ জলে তুমি আর আমি ভাসমান ছিলাম!!!
আমি তখন নিভৃতে কেঁদে ছিলাম, কেবল তোমাকেই পাবো বলে!!!
তোমার নিস্তব্ধ রূহ কেবলই প্রাণের দাবীতে সোচ্চার—
মহাকালের সোপান বেয়ে এসেছি আমরা এই অবনী পরে!!
কত যুগান্তরের না পাওয়ার অধিকার নিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছি—
সহস্র কোটি বছর ধরে শুধু তোমার প্রতিক্ষায়—-
তোমাকে একটি বার আমার এই তপ্ত মরু বুকে পাবো বলে!!!
আজও বন্দী আছি অদৃশ্য কারার প্রাচীরে,,,,,
সহসা তুমি ছুটে আসবে
আমার এই আঁধার পুরীতে!!!
বুনোহাঁসের মত অথবা শঙ্খনীল বিহঙ্গ হয়ে—-
যদি তুমি একবার এসো তাহলে উত্তপ্ত মরুভূমিতে শান্তির সুষমা ঝরে পড়তো—
তখন অনায়াসে হেঁটে পাড়ি দেবো মহাকাল—-
হারিয়ে যেতাম দুরের কোনো প্রেমের সভায়—–
কিংবা দার্জিলিংএর উঁচু পাহাড়ে অথবা কক্সবাজারের দীর্ঘ সৈকতে—
পৃথিবী নামের ছোট্ট গ্রহের এতটুকু দূরত্বে তবুও যে কত দুরে তোমার বাস?
তোমাকে দেখেছি কবে?সেই কবে, যখন অভিন্ন সত্তায় ঘুমিয়ে ছিলে আমার অস্তিত্বে—
এর মাঝে সহস্র কোটি বছর পেরিয়ে গেছে তোমাকে দেখিনা!!!!