অনুভূতি
সেই দিনটাতে ছিলাম সংজ্ঞাহীন
তোমার ভরসার হাত ধরে,
এই দিনটাতে ছিলাম ব্যাখ্যাহীন
তোমার সপ্ন সঙ্গী করে।
ছোট্ট ঠোঁটের কুড়োনো
খড় কুটোয় বেঁধে বাসা,
জোয়ার ভাটায় ভাসানো ভেলা
বেলা বেয়ে চলেছে ভালোবাসায়।
পিছু ফিরে দেখি দুই যুগ পার,
পেরিয়ে দুজনে এ পারাবার
ঝিনুক মালায় মুক্তো অপার
হৃদয় কানন তলে।
যোগ বিয়োগের খেলার সাথে
হাজার মনের মেলার মাঝে
তোমার সুরের পরশ বাজে
মোদের কুটির জুড়ে।
আশার আকাশ, সজীব বাতাস
ফুটিয়ে ফুলরাজি, গাঁথে মালা
তোমার মনের রঙে
ছড়িয়ে ফুলেল সুবাস অন্তহীন।
আজ এই দিনটাতে এসে
থমকে গিয়ে হারিয়ে খুঁজে ফিরি
মেঘ বৃষ্টির ছেঁড়া আলো মাখা
মোদের নকশি কাঁথা।
এমনি করেই পেরিয়ে যাবে দিন
পেরিয়ে যাবে রাত
তোমার মাঝেই হারিয়ে যাবে
জীবনের সব অভিঘাত।
সাজিয়ে ডালি পান্থপাদপ তলে
এঁকে আল্পনা তোমার ভালে
নিবিড় নির্জন গালিচায়
কুসুম চয়ন আগামীর আঙিনায়!