অনু কবিতা
(১)
যে কথাগুলো বলার জন্য
দম ফাটতো,
আজ সেই কথাগুলোর
দম ফুরিয়েছে ।
(২)
তোমাকে বলা হয়নি,
ভালোবাসার ওপিঠে
লেখা ছিল
চোখের জল ।
(৩)
রাত গভীর হয়ে আরও
গভীর হলেও,
ভালোবাসারা ঠিক
জেগে থাকে ।
(৪)
যখন চোখের জলেরা বাঁধ ভাঙবে,
চাপ চাপ কষ্টের চাপা কথা গুলো
মুখের মধ্যেই শেষ হয়ে যাবে,
জানবে-সেদিন তুমি ভালোবেসেছো ।
Subscribe
Login
0 Comments
Oldest