অনেক কবিতা থেকে
পড়ন্ত বিকালে যদি থেমে যায় রোদ
তবে মনে রেখো পৃথিবী বেদনার শিরোনামে বৃষ্টি নেমে ছিল চেনা শহরের পথে পথে ;
এ প্রকৃতি ততটা গরম নয়
যতটা সম্ভব আলোকরশ্মির আলোর মতো
যদি বৃষ্টি ঝরতো আজি আহ্বানের শিরোনামে
তবে আমি মানুষ জন্ম পেতাম
সবুজ বনানীর শুকনো ঘাসে ঘাসে।
পৃথিবীর চির সুন্দর চির বসন্ত
তাঁর চেয়ে বেশি সুন্দর একাকী নির্জনে পথ চলা :-
শুরু হোক আলোর মিছিল
জনতার পাঠশালায়।
Subscribe
Login
0 Comments
Oldest