অন্তরের কাঙাল – অসীম চক্রবর্ত্তী
ভুলে যেতে চাই আমি, তবু কিছুতেই পারিনা ভুলতে তোমারে এখনও
কতো বছর এই-ভাবে পার হলো, তবু মনে পড়ে কখনও কখনও
তখনই ভরে ওঠে অন্তর ব্যাকুলে ।
হঠাৎ হড়পা বানে পাহাড়ও ভেঙে যায় কঠিন পাথরের চাই খুলে
অন্তর কেঁপে ওঠে দুলে । বারবার জাগে প্রেম ,বেদনায় মুখ তুলে
ভাবি এই বুঝি তুমি এলে ।
আমার মনের সাজানো বাগানে খালি হাতে এই বুঝি তুমি এলে ।
Subscribe
Login
0 Comments
Oldest