অন্তর্দাহে কতদিন মানুষ বাঁচে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কোথায়
অনন্ত সুখ
বুঝব তা কেমনে
কখনোই দেয়নি ধরা যতনে,
বক্ষের অর্ণবে ভেসে উঠেনি গোপনে;
দেখতেও পাইনি তারে সহস্র নিশির স্বপনে।

কতোটা
দুঃখ পেরুলে
সুখ পাওয়া যায়
কষ্ট মাখা বক্ষের আঙিনায়,
অবিরত জ্বলে দগ্ধ বিষাদের গায়;
কতদিন মানুষ বাঁচে বন্দি যুগল পায়?

কোথায়
অনন্ত প্রেম
খুঁজেছি সর্ব ভাগে
কখনোই আসেনি অন্ধ অনুরাগে,
হৃদয়ের পুষ্প কানন রাঙেনি পরাগে;
খুঁজেও পাইনি তারে ধরণীর মনুষ্য বিরাগে।

কতোটা
শূন্যতা পেরুলে
ভালবাসা পাওয়া যায়
কষ্ট ঝরা বক্ষের নীলিমায়,
শূন্যতারা গুমরে কাঁদে নিঠুর যন্ত্রণায়;
কতদিন মানুষ বাঁচে হৃদয়ে জমিয়ে দায়?

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।