অন্য কেউ তো নয়
যার জন্য তোমার হৃদাকাশে মেঘের উদয়
যার জন্য আনচান ভয়
সেই জনই তোমার একান্ত আপন সর্বময়
অন্য কেউ তো নয়
যার জন্য ভাবনার সাগরে উত্তাল প্রলয়
যার জন্য অশ্রুজল বয়।
যার জন্য তোমার হৃৎপিণ্ডে সুখের বলয়
যার জন্য পৃথিবী জ্যোতির্ময়
সেই জনই তোমার একান্ত আপন মনোময়
অন্য কেউ না রয়
যার জন্য অহর্নিশির সংসার রঙিন বিস্ময়
যার জন্য অন্তর তন্ময়।
যার জন্য তোমার হৃৎকমলে ছড়ায় প্রণয়
যার জন্য অনুভূতি মায়াময়
সেই জনই তোমার একান্ত আপন সদাশয়
অন্য কেউ কী হয়
যার জন্য আবেগের ঢেউ নিত্য ছন্দময়
যার জন্য ব্যাকুল হৃদয়।
Subscribe
Login
0 Comments
Oldest