অন অধিকার চর্চা
অন অধিকার চর্চা-আমি মোটেও করি-না
যে-আমাকেই ভালোবাসার দিলো না-অধিকার
তার জন্যই আমার কখনো কোনই ব্যাখ্যা নেই
দেখে কি হয়েছে দেখি অভিরাম ফুলেই বাহার।
হারিয়ে গিয়েছে এখনও আছে নষ্ট হয়েছে
ফুলের পরাগ,
এসব নিয়েও আমার একটু ব্যাথার কারণ নেই।
ব
কারো হাত ধরে কোল ঘেঁষে চলে মুঠোয়
করেছে মুষ্টিবদ্ধ
এসব নিয়েও আমার কখনো কান্নার ঢেউ নেই
কারণ হচ্ছে অধিকার নেই
অন অধিকার চর্চা করিনা।
কেউ ভাসলো না ভালো আমাকেই
আমি কেনে ভালো ভাসি
যে- আমাকেই মনে রাখলোনা
আমি কেনে মনে রাখব
আমার নেইযে অধিকার তার নেই অধিকার।
কোন অধিকারে তার মনে আমি ঢলে ঢলে পরে থাকব?
যে-আমাকেই নিলোনা কখনো কুশলী ও খোঁজ
আমি কেন তারে খুঁজে বের করি কোন অধিকারে
আমাকে যেজন ডাকেনি কাছের তার থেকে বহু দূরে দূরে থাকি
যে জনে আমাকে দিয়েছে মনের অধিকার আমি
তরই চর্চা করি
চোখের ভাষায় মনের ভাষায়
দিনে রাতে সাঁঝে ঘুমে জাগ্রতে ও
শয়নে স্বপনে অন্তঃস্থল দুয়ার খুলেই