অপবর্গ
এপারে অন্ধ গঙ্গা, ওপারেও অন্ধকার…
বসেছো মগ্ন ধ্যানে; প্রতীক্ষাতে কার
আছো হে ভিক্ষু ভুলে জগৎ সংসার!
তাল শালের মাথা বেয়ে
ওই যে দূরের পথ…
হারায় চক্ষু মেঘের নায়ে
ভাসিয়ে নানান মত।
কথা দিয়ে কেউ তোমাকে
করেনি তো ছল?
আজকে সময় অস্থিরমতি…
যেন পদ্মপাতায় জ্ল!
অর্ঘ্যকমল যা কিছু সব পূজার উপাচার,
ধান-দূর্বা, শাঁখ-ঘণ্টা, ফুল-চন্দন সাজ,
কিছুই যে আজ নয় যে তোমার…
ছায়াঘেরা গাছে ঘন বনও অন্ধ আজ!
যতই উঠুক ঝলসে আকাশ,
ঝড়ের ছন্দে হাসুক বাতাস…
এই অসময়ে জানোনি তো আসবে কে সে আজ!
ব্রহ্ম বনে, অন্ধ মনে সময় অন্ধকার…
মোক্ষ পেতে মগ্ন ধ্যানে প্রতীক্ষাতে কার
রয়েছো বসে জাতক, ভুলে জগৎ সংসার!
Subscribe
Login
0 Comments
Oldest