অপেক্ষমাণ
অপেক্ষমাণ
হাকিকুর রহমান
দাঁড়িয়েছিলাম কাননের ধাঁরে-
ফুটেছিলো জুঁই, চামেলী, হাসনুহেনা, বহ্মকমল
দু’হাত ভরে ওগুলোকে কুড়োনোর খুব ইচ্ছে ছিলো
কিন্তু কেন জানি
ফুলগুলোকে কুড়োনোর তরে সময় হয়ে উঠলোনা-
দাঁড়িয়েছিলাম পথের পাশে-
শত সহস্র পথিকের আনাগোনা
চেনা মুখ দেখিনি একটাও
সবাইকে কেমন জানি অচেনাই মনে হলো
তাই কথপকথন তো দূরে থাক
দৃষ্টির আদান-প্রদানও হলোনা একবারের জন্যে হলেও-
দাঁড়িয়েছিলাম নিয়ন বাতিটার নিচে-
আর কাউকে তো দাঁড়াতে দেখিনি এমন করে
দু’একটা ভ্রাম্যমান ছাড়া
ওদেরই বা দোষ কি
জীবনের তাগিদে এই পথে আসা
তা আমার তাতে নাক গলানোর কিইবা আছে
আমিও অন্য মুখী হলাম-
দাঁড়িয়েছিলাম মরা নদীটার ধাঁরে-
অতি দূষণে ও নিজেই নিঃশ্বাস-প্রশ্বাস নিতে পারছেনা
আর আমি কিনা ভাবছি
মনের দু’টো কথা কইবো তার সনে
কি আর করা
গন্তব্যহীনতায় ভুগে বেলা পার করে
স্বঘরেই ফিরে গেলাম।