অপেক্ষা
চেয়ে আছি ঐ পথের পানে,
কবে যে এই অপেক্ষার প্রহর কাটবে?
তোমার আমার পথচলার।
আমি অপেক্ষার প্রহর গুনছি এমন মাহেন্দ্রক্ষণের।
কবে তুমি আসবে হৃদয়মঞ্চে?
উত্তালতার প্রবাহমান ধারা কখন প্রবাহিত হবে?
হৃদয়ের এই শুন্যস্থান তুমি ব্যাতিত অপূরনীয়।
আজও ক্লান্তিহীন আমি, আত্মায় বিরাজিত আশা নিয়ে, এ যেন তোমারই এক অদ্ভুত মায়া।
আমি কবে পাব এই ভালোবাসার পরশ, কবে রোমাঞ্চিত হবে প্রতিটি ক্ষণ?
পথপানে চেয়ে আছি তোমারই, শিশির মাখা ঘাসে তোমারই পদচিহ্ন, আমায় বারবার জানিয়ে দিচ্ছে তোমারই আসার বার্তা।
তুমি এসো, পূর্ণ করো আমার অপূর্ণ ভালোবাসার স্বাদ, চেয়ে দেখ ঐ পথের পানে, আমি আজও তোমারই অপেক্ষায়।