প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অচূর্ণ হৃদয়ের অবগাহে জন্মহীন চঞ্চলা
চোখের ছেদে বেরঙীন আত্মসংভ্রম
চিন্তার পাঠশালায় একুশটি মৃতদেহ শায়িত
পরিচয় নেই — তাঁদের।
গতিহীন নদী সমুদ্রজন্ম লাভ করতে পারে না
কেন পারে না ? ভূ-বিজ্ঞান অজস্র তত্ত্বের ভিত্তি প্রাচীর
আঙ্গুল দেখিয়ে আন্দোলন ভড়কে দেয়।

আমি অচ্ছেদ্য মানচিত্রে বিষের হেমন্ত শূন্যজারজ আঁকি
দেবতারা লেখে টিকে থাকার ব্রহ্মজাল – মানুষ পারে না জানতে
জানতে পারে না বলেই তো চোখের শত্রু বিষদর্পণ ;
কয়লা জ্বলে অভিযোগ মানুষের বিরুদ্ধে দেবতারা স্থিরময়।

ভিক্ষার আঁচল পেতে: আঁচলে জমে অশ্রুজল
পায়ের নিচ থেকে উবে যায় মাধ্যাকর্ষণ
মাথার উপর থেকে উবে যায় দেবতার হাত।

৩০.০৮.২০২৩
Copyright Reserved

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 555Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে