অবকাশ -২০
প্রথম কবিতা হারিয়ে গিয়েছিল
সে অনেক রাত জেগে লেখা কবিতা
চাঁদের মতো সুন্দর সেই কবিতার শব্দকথা।
শীত ঋতুর জন্য পর্বত গ্রীষ্ম ঋতুর জন্য মরু
আমি ছায়াঘেরা পথে হেঁটে চলি একান্ত
গাছেদের কথা শুনি সবুজ অরণ্য দেখি
বেশ ভালো লাগে বেশ আনন্দ হয়।
প্রথম কবিতা হারিয়ে গিয়েছিল
কোনো এক ঝড়ের রাতে —
সমুদ্রের মতো গর্জন করতো সেই কবিতার শব্দকথা ।
আকাশের জন্য মেঘ বৃষ্টির জন্য শহর দাঁড়িয়ে
প্রজাপতিরা উড়ে যাবে জাহাজের মাস্তুলে।
হতাশার অন্ধকার কুয়াশার চাদর অগ্রগামী আলোর রেখা ধরে এগিয়ে যায় কত প্রহরী।
হৃদয়ের আড়ালে দাঁড়িয়ে আছে অজস্র স্মৃতিচিহ্ন
যাদের নির্দিষ্ট গন্তব্য নেই পুরোটাই নিঃস্ব
পূর্ণতা নেই না পাওয়ার সিলেবাসে
নিলাম হয়ে যায় ঘরবাড়ি নিলাম হয়ে যায় প্রিয় স্বপ্ন
বারুদের আগুনে জীবন হয় ভস্ম।
Copyright Reserved
22.09.2023