অবকাশ -২৬
কত পথ মৃত
জড়তা চোখের ভাষা
ইচ্ছার বিরুদ্ধে শুকিয়ে গেছে রক্তের স্রোত
ঝিনুকের ভিতর মুক্তা থাকে মনের ভিতর প্রেম।
ব্যর্থ গ্রহদের গতির বিষণ্ণতা শুঁয়োপোকা চক্র।
পবিত্র হৃদয়ে রিক্ততা পদচিহ্ন তিক্ত স্বাদ।
সমস্ত বৃথা জিজ্ঞাসা কাঁচের টুকরোর মতো ভেঙে যায়
বিলীন হয়ে স্বপ্নের ভদ্রতা।
গাছেদের বিহ্বলতা ক্লান্ত বিচ্ছেদ
কাগজে মোড়া পুনর্জন্ম নগরী তিলোত্তমা
চোখের পুরাতত্ত্ব এগিয়ে
আলো জোনাকির পথে।
স্বপ্নের দেশে মায়া থাকে না
সমীকরণ রাশি রাশি অসম্পূর্ণে ভরা
সংখ্যার স্মৃতি মন্থর শৌখিন
সমস্ত কবিতা হেমন্তের রাতে হিংস্র।
নিঃশ্বাসে বিষ রক্তের চঞ্চলতা
বীরত্ব প্রকাশে অনিচ্ছু মালাগাঁথা।
Copyright Reserved
28.09.2023