অবকাশ -৩১
সময়ের অবকাশে পথ চলি
অনেকটা পথ —
শামুকের হৃদপিন্ড জ্বলে যাওয়া নিঃশ্বাস প্রশ্বাস
সমস্তকিছুই বুঝেছি অর্থ হারিয়েছি দু’হাত ভরে।
মুহূর্তকাল অপেক্ষা করেও ফেরেনি তারাভরা রাত্রি
আর হাওয়াদের বিষণ্ণতায় ভরা কাগজের পাতা কিছু লেখেনি !
ফিরে এসেছি তীব্র সংশয়ে হয়তো অবমাননা বললেও ভুল হবে না বোধহয় !
দিনের শেষ বেলা অস্থিরতা পুরোটাই দোষ
দোষী হয়নি অপরাধীরা ! দোষী কেবল আমরা
অদূর দিনে আগামী হাতছানি দেয়
ক্ষয়ে যাওয়া পথের চিহ্নে মনে হয় নদী ভাগ হয়েছিল।
সমালোচনা এতটাই কঠিন যে ভূমিকাতে নাম থাকে না বিপ্লবীর
নমস্কারের বিনিময়ে পা ধরে ক্ষমা চাওয়াটাই সুনিশ্চিত
শোষণের ভূমিতে অলৌকিক অবতীর্ণ অপ্রাকৃতিক।
ক্ষুদ্র ক্ষুদ্র আত্মসংভ্রম জমাট বেঁধে দীর্ঘ হয়
শূন্য পথে ধুলো ওড়ে
শামুকের খোলকে দিন-রাত্রি শেষ হয়
মানুষ কথা রাখতে রাখতে একসময় কথা না রাখার অপরাধে
সমস্ত মায়া ত্যাগ করে পৃথিবী থেকে দূরে যায় বহুদূরে
যেখানে গেলে কেউ ফিরতে পারে না সেখানে।।
© Abhijit Halder
03.10.2023