প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

চোখে বিবশ রজনী
নদীর মোহনায় ছুঁটে পথ হারায় কত পথিক
তার সংখ্যা বেহিসেবী।
মোমবাতি প্রদীপ নিজে জ্বলে অপরকে আলোয় ভরায়
যেমন ভাবে সূর্য আলোয় ভরায় পৃথিবীকে – তেমনি।
একঝাঁক পাখি ওড়ে আকাশের পথে
সবে মাত্র ডানা হারানো পাখিটিও তাঁদেরকে দেখে উড়তে স্বাদ জাগে
এইতো কয়েকদিন আগে সেও উড়ে বেড়াতো স্বাধীন হয়ে
আজ নিঃস্ব – নগণ্য – হীন
শুধুমাত্র সময়ের ব্যবধানে করুণ পরিণতি পাখিটির।

কীটপতঙ্গদের উৎপাতে নষ্ট হয় হেক্টর হেক্টর সোনার ফসল
ওষুধে তাঁদের ব্যতিব্যস্ত হয় না
এতটাই তীব্র এইসব হিন্নপেন্নী কীট।
চিত্রের ছবি পুড়ে যায় বির্বণ রঙের তেজে
প্রহেলিকা জাগে মানুষের অন্তরে আর হুড়মুড় করে ভেঙে পড়ে শহর।

সচেতন পাখি জানে ডানা হারানোর যন্ত্রণা
শূন্যের ভিতর সৌহার্দ্যতা মাটিতে মিশে নষ্ট হয়
হৃদপিন্ডের চোখে উপলব্ধি জাগে
আর বিবশ রজনীর প্রহরে নক্ষত্র মরে যায়
দুর্দশাগ্রস্ত মানুষের সাথে মিশে।।

© Abhijit Halder
10.10.2023

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 555Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে