অবসরে তুমি ৮
মেঘমালা,
তুমি আজ বাদলের ঘরণী,
শ্রাবনের জননী, হৃদয়ের মনমোহিনী।
ধরা নাহি পাবো তব সুন্দর প্রকাশ
গোপন রেখেছি তাই হৃদয়ের ভাব।
দেখা যদি হয় কভূ, কোনো বর্ষায়,
অনুরাগের প্রকাশ হবে নীরব সন্ধ্যায়।
বনফুলের সুবাসে মাতাল ভৈরব,
ঝরিবে কামিনী সেথা ভূমির উপর।
মেঘেরো সলিল সেথা করিবে খেলা
বর্ষার বারিধারায় বিচিত্র বেলা।
মেঘমালা,
সত্যি যদি দেখা হয় মোদের
বিভোর হবো তোমার অপূর্ব রূপে।
কৃষ্ণকুঞ্জ কেশে খেলবে মলয়,
অঞ্জনঘন নয়ন সদা প্রেমময় ৷
তড়িৎ খেলবে সদা কেশে বেশে অবিরাম
ব্যাকুল হবো আমি অপূর্ব রূপে তোমার।
Subscribe
Login
0 Comments
Oldest