অবিমিশ্রিত দ্রবণ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

অবিমিশ্রিত দ্রবণ
হাকিকুর রহমান

জীবনের কারুকার্যগুলোকে, যখন উপলব্ধি করি-
তখন বড়ই বিস্মিত হই,
কি নিপুণভাবে, থরে থরে সাজানো হয়েছে,
বহুমাত্রিক শ্রেণীবিন্যাসে।

এ যেন, সুখ-দুঃখ, মান-অভিমান,
চড়াই-উৎরাই, প্রেম-বিরহ,
পাওয়া-না পাওয়া,
হারিয়ে যাওয়া-
আবার খুঁজে পাওয়া,
আবার হারিয়ে যাওয়া-
আর না খুঁজে পাওয়ার
কি অবিমিশ্রিত দ্রবণ।

আর, গতির ভারসাম্যহীনতায়
যখন হোঁচট খাই,
চিন্তা-চেতনায় কিসের
যেন পরিসমাপ্তি পরিলক্ষিত হয়।

তবুও প্রচেষ্টা, অনাদিকালের গহ্বরে
ডুবে গিয়েও,
জীবনের লাগামহীন ঘোড়াটাকে নিয়ে
ছুটে চলার, কি আপ্রাণ প্রয়াস!

0

Publication author

1
কবিতা হচ্ছে ভাবের প্রকাশ। তবে তা হতে হবে শর্তহীন। সুতরাং শব্দ খুঁজে ফেরা নিরন্তর .....
Comments: 2Publics: 340Registration: 05-12-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।