অভিশাপ – অসীম চক্রবর্ত্তী
ভ্রমর এলো চম্পাবনে গুনগুনিয়ে
অধিকারের ঢাকনা খুলে বসবে গিয়ে
দেহের বসন আলতো খুলে চম্পা ফুটে
ঠারেঠোরে শুধায় ওগো নাওগো লুটে ।
অভিশপ্ত চম্পা বলেই ভ্রমর জানে
তবুও আসে চম্পাবনে মোহের টানে
ভ্রমর আসে তাই কি বনে চম্পা ফোটে?
ইহার মানে জানে শুধুই তারাই বটে ।।
Subscribe
Login
0 Comments
Oldest