অসহ্য হয়ে গেছি
কষ্টের শরীর ফের আঘাত অসহ্য এক
শোনো ওগো মোর প্রভু সইতে যে পারছি না
ওদের পাপের বোঝা আমায় চাপায় দেয়
একবার সহ্য করে আমি নিজেকে আর পাচ্ছিনা।
সুরা লাহাবি ঘটনা তুমি একবার দেখো
আমাদের জন্য ফের একটু জাগ্রত হও
জুলুম কারী উপর তোমার কাছে হাজির
আমার তুমি কথাটা বুঝতেই দাও।
যুগে যুগে নবী এলো মানুষের জন্য
মানুষ এর বিপদে সঠিক পথের তরে
তুমি চিরন্তন খোদা মোর এখানে হাজির হও
নিরুপায় অসহায় মানুষের যে কাতারে।
যাদের ঝামেলা তুমি তাদের উপর দাও
আর সহ্য করে নিতে আমি একটু পারিনা
Subscribe
Login
0 Comments
Oldest