অস্তাচল
অস্তাচল
হাকিকুর রহমান
সাঁঝের বেলা ভাঁটির টানে
গাঙ্গ পেরুনোর ইচ্ছে নেই,
বছর ঘুরে চোতের মাঠে
পূবের হাওয়া বইলো সেই।
কেমন করে চিনবো তারে
নামটা যে তার নেই জানা,
মনের আবেগ উজাড় করে
ডাকতে তারে নেই মানা।
অস্তাচলে যায় যে চলে
আলসে পড়া দিবাকর,
পূর্ণশশী উঠলো বলে
গুঞ্জে উঠে মধুকর।
আধেক জেগে আধেক ঘুমে
ভাবছি বসে কোন কথা,
রইলো মনের আঁধার কোণে
বিষাদ ভরা সব ব্যথা।
বারেক ফিরে তাকাও যদি
দেখবে হেথা সেই আমি,
আঁখির পরে জলের ধারা
মোটেও তবু নেই দামি।
Subscribe
Login
0 Comments
Oldest