অস্তিত্ব মম
অস্তিত্ব মম
-ভাস্কর পাল
জীবনের এই ছোট্ট খাঁচায়
বিরাট এক মস্ত বাঁধন,
অস্তিত্বের পরিহাসে-
জীবনটা আজ অচল।
অন্ধকারেই হচ্ছে কত
বাস্তব গুলো অবাস্তব,
ভাগ্য চক্রের রথের চাকায়
অস্তিত্ব আজ হচ্ছে শেষ।
অকারণেই কত চিহ্ন
অজান্তেই যাচ্ছে মুছে-
নিজেরই আজ অস্তিত্ব নেই
নিজের দেহের মাঝে।
নিজের ভাগ্য অন্যের হাতে
হচ্ছে লেখা খুব গোপনে,
অস্তিত্বটা আজ মুছে গেছে
অন্তরের মাঝ হতে।
Subscribe
Login
0 Comments
Oldest