অস্ত্র ফেলো
অস্ত্র ফেলো
-ভাস্কর পাল
চারিদিকে বোমা-বর্ষণ,
বিশ্বযুদ্ধ লাগলো নাকি?
ইউরেনিয়ামের বিষাক্ততায়
বিস্ফোরণই চলবে কি?
অস্ত্র ফেলো – অস্ত্র ছাড়ো
ভালোবেসে আগলে ধরো;
হরেক রকম যন্ত্রপাতি
স্তব্ধ হবে ভালোবাসাতে।
ঐ শোনা যায় অশ্রুধ্বনি
মাহবাদীর গোলায় প্রাণহানী!
দেশের ছেলে ঘরে ফিরলো
বাক্স বন্দি ক্যাবিনেতে।
তাই বলে কি থাকবে থেমে
সন্ত্রাস কিন্তু থামবে না-
থামবে শুধু গোলা বর্ষণ
ভালোবাসার স্পর্শতায়।
অস্ত্র ফেলো – অস্ত্র ফেলো
ভালোবাসা বন্দি করো,
ভালোবাসার আঘাত এনে
অস্ত্র গুলো বর্জন করো।
Subscribe
Login
0 Comments
Oldest