অহমিকা
সমতল পর্বতকে কহে, উচ্চ স্বরে ডাকি-
তুমিতো রহো শৃঙ্গে, আমি যে হেথা সমতটে থাকি।
ফলাই চিত্ত ভরিয়া, কতনা ফসল-
লাঙ্গলের ফলাতে বিধি, খাই যে ধকল।
পর্বত হাসিয়া কহে, ওহে গুণধর-
চাহিয়া দেখো মোর ঝরনা রাশি, কত মনোহর।
যদি তুমি ইহা হ’তে, নাহি পেতে জল-
কিভাবে সিক্ত হতো, ওই ধরাতল।
Subscribe
Login
0 Comments
Oldest