আইফেল টাওয়ার
স্মৃতিচিহ্নের মতো হৃদয়ে দাগ কেটে রয়
আমার প্রিয় সেই প্যারিসের আইফেল টাওয়ার।
দিন চলে যায় বহুদূরে রাত্রি আসে কাছে
ভালোবাসা খুবই গাঢ় হয়
যে কথাটি আজও বলতে পারিনি তাঁকে
অথচ কথাটি বলা একান্ত জরুরি তবুও বলতে পারছিনা তাঁকে!
হয়তো একটা সময় আমাদের দেখা হবে না আর
দুজন দুজনের খুব কাছে থেকেও খুব দূরে মনে হবে
কষ্টের সীমানা বরাদ্দ নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে ।
একটা সময় চেনা শহরে বৃষ্টি নামবে মনের মতো করে
যাকে সাজিয়ে ছিলাম শিল্পীর রঙতুলিতে
সে প্রতিচ্ছবি হয়ে রবে হৃদয়ের কাছে ;
বলতে পারিনি তাঁকে মনের মতো করে কথাটি
যদি পুরোটাই ব্যর্থ হয় তাহলে কি হবে সেটা ঢের বেশি অনুভবের বাইরে
এর চেয়ে বোধহয় না বলেই ভালো করেছি এতদিন
তবুও একটা সময় কথাটি বলা খুবই জরুরি
অথবা বলতেই ই হবে আমাকে
কিন্তু তাঁর পথ আমার জানা নেই।
বলতে পারছিনা তাঁকে
সেই কথাটি আজও তাঁকে
একটা সময় অনুশোচনায় দগ্ধ হতে হবে আমায়
হয়তো এতদিন কথাটি না বলে ভুল করে এসেছি আমি।
বলতে পারিনি তাঁকে
অথচ কথাটি আজ বলতে খুবই ইচ্ছে করছে
তবুও বলতে পারছিনা না
একটি নির্দিষ্ট বরাদ্দ কারণের জন্য ;
নীল স্বপ্নের মতো মিলিয়ে যাচ্ছে সমস্ত কিছুই
এলোমেলো জীবন কি পরিপূর্ণতা পেল !
না পেলো না এভাবে
এভাবেই এগিয়ে যাচ্ছে সভ্যতা ও সময়
না কিছুতেই কথাটি বলে উঠতে পারছি না!!