আকুতি
আকুতি
হাকিকুর রহমান
অনুনয় করিবে না আর কেহ,
বাতায়নে বসি-
যদিও বহিবে দখিনা
কহিবে না কেহ সাঁঝের বাতি জ্বালিবারে,
শূন্য পড়িয়া রবে গেহ।।
ডাকিবে না কেহ স্বপন রাতে,
হস্ত দুখানি ধরি-
মুখপানে চাহি রহিবে না কেহ বসি,
বহিবে না আর অশ্রুজল
সে কোন শারত প্রাতে।।
করুণ কাতর স্বরে,
কহিবে না কেহ চুপিসারে-
এসো হে সখা,
জাগিবো রাত্রি দু’জনে মিলিয়া
অনন্তকাল ধরে।।
Subscribe
Login
0 Comments
Oldest