আগমনী, হয়ে উঠুক
লালবাতাসা, লালবাতাসা,
গভীর কালো চোখে,
মনে পড়ে, ভ্রমর ওড়া,
চোখের পাতা, না পড়ে।
হারিয়ে যাওয়া, শরৎ-বিকেল,
পুরনো পাতার ভাঁজে,
রাখা আছে, যত্নে কেমন!
আবার মনে পড়ে।
বিন্নির খই, সেই শরৎ-এ,
ঝরা শিউলি ফুল,
আছে তোমার দু’হাত ভরে,
স্পর্শ পেল মন।
শিউলি ফুলের গন্ধ ছড়ায়,
আজ শরৎ-এর দিনে।
দূরে, মেঘের কোনায়, কোনায়,
তারই অপেক্ষাতে।
আবার দেখি, অরূপ মাঝে,
শরৎ সেজে ওঠে।
বিন্নির খই-এর, গোপন মনে,
লালবাতাসা জাগে।
লালবাতাসা, সেখানে তুমি,
ঝিনুক ভালোবাসা।
অনেক যত্নে, আছো তুমি,
মুক্তো, আগলে রাখা।
তোমার মনের, ছোঁয়ায়, ছোঁয়ায়,
সেজেছে কেমন দেখি,
কি অপরূপ! মধুর শরৎ,
দুচোখে, ভরে রাখি।
হঠাৎ, হাওয়ায়, ভেসে আসে,
‘হারিয়ে গেছ’, তুমি।
ছাতিম ফুলের, থোকে, থোকে,
সেজে ওঠো, খালি।
আজ, শরৎ-এর, দিকে, দিকে,
একটা সুরই, বাজুক।
লালবাতাসা, পূজোর দিনে,
আগমনী, হয়ে উঠুক।