আজ শরতের প্রভাতে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আজ
শরতের প্রভাতে
তুমি সাজবে বলেই
সবুজ মৃত্তিকার বুকে ঝরে,
শিশির স্নাত স্নিগ্ধ শিউলি ফুল;
যেন মালা গেঁথে সাজাও খোঁপার চুল।

আজ
শরতের প্রভাতে
তুমি আসবে বলেই
আমি বেহালায় তুলি সুর,
অন্দরে আমার অস্থির মৃদঙ্গ বাজে;
নীলিমাও সেজেছে আজ নীল নীলাম্বরী সাজে।

আজ
শরতের প্রভাতে
তুমি মিলবে বলেই
নতুন দিনের তরুণ আলোয়,
কাশবনে ফুটে বরফ শুভ্র কাশফুল;
হিমেল সমীরণে দোলে নদীরই দুই কূল।

আজ
শরতের প্রভাতে
তুমি ভালবাসবে বলেই
যুগল চরণে শিশির মেখে,
আকুল হৃদয়ে হেঁটে আসি বহুদূর;
তোমারই প্রেমে আজ উল্লাসে হবো বিমূঢ়।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।