আজ শরতের প্রভাতে
আজ
শরতের প্রভাতে
তুমি সাজবে বলেই
সবুজ মৃত্তিকার বুকে ঝরে,
শিশির স্নাত স্নিগ্ধ শিউলি ফুল;
যেন মালা গেঁথে সাজাও খোঁপার চুল।
আজ
শরতের প্রভাতে
তুমি আসবে বলেই
আমি বেহালায় তুলি সুর,
অন্দরে আমার অস্থির মৃদঙ্গ বাজে;
নীলিমাও সেজেছে আজ নীল নীলাম্বরী সাজে।
আজ
শরতের প্রভাতে
তুমি মিলবে বলেই
নতুন দিনের তরুণ আলোয়,
কাশবনে ফুটে বরফ শুভ্র কাশফুল;
হিমেল সমীরণে দোলে নদীরই দুই কূল।
আজ
শরতের প্রভাতে
তুমি ভালবাসবে বলেই
যুগল চরণে শিশির মেখে,
আকুল হৃদয়ে হেঁটে আসি বহুদূর;
তোমারই প্রেমে আজ উল্লাসে হবো বিমূঢ়।
Subscribe
Login
0 Comments
Oldest