আপনি না হয় আমার দুঃখ হবেন
আমার জন্য আপনাকে আকাশ হতে হবে না।
হতে হবে না ঝুম বৃষ্টি কিংবা ভোরের শিশির।
বলবো না হতে হবে পাখিদের কলতান;
সমুদ্রের মতো বিশাল বা ছুটে চলা নদী।
আপনাকে পূর্নিমার রাত হতে হবে না।
চাঁদ হয়ে ছড়াতে হবে না স্নিগ্ধ জোছনা।
সুখতাঁরা আর নক্ষত্রে আকাশ সাজিয়ে;
তুলতে হবে না ঝিঁঝি পোকার সুর।
আমার জন্য আপনাকে পাহাড় হতে হবে না।
চাই না আমি বেলোয়ারি আওয়াজে ঝর্ণাধারা।
রংধনুর সাত রঙে আকাশ সাজিয়ে ;
সবুজ অরণ্য আপনি না হলেও চলবে।
আপনি বরং সুখ না হয়ে দুঃখ হবেন!
বৃষ্টি না হয়ে অশ্রু হবেন!
আকাশ না হয়ে দীর্ঘশ্বাস হবেন!
সবার না হয়ে শুধু আমার হবেন!
শুধুই আমার, আমার মানে, আমারই।
Subscribe
Login
0 Comments
Oldest