আবারো দেখা
আবারো দেখা
কোন এক নির্জন দ্বীপে
ঝিনুক কুড়ানো সেই স্মৃতি
অন্যরকম ভালোবাসা
সমতল থেকে উপত্যকায়
যেতে যেতে যদি দেখা হয়
আবারো সেই দখিনা হাওয়ায়
ভেসে যাবো দূর দেশে
শুধুই দুজনে হাতটি ধরে
যদি ঘুম ভেঙ্গে যায়
দেখো শুধুই আমার মুখখানি
এসো আবার দেখা হবে
সেই অন্যরকম ভালোবাসা দিনে
সব কিছু উলটপালট করে
নিয়ে যাও যত দুঃখ দিয়েছিলে
সব টুকু তোমারি কাছে ফিরে ফিরে আসে ।
Subscribe
Login
0 Comments
Oldest