আমরা অনেক কিছুই জানিনা ∆ রুদ্র সুশান্ত

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমাদের আশ্চর্য হওয়ার সমাপ্তি নাই,
কে জানতো আমরা দুই তলা বিশিষ্ট রাস্তা দিয়ে যাতায়াত করবো-
কে জানতো মানুষের মাথার উপর মানুষ ত্যাগ করবে মলমূত্র-
কে জানতো মানুষের মাথার উপর মানুষ রান্না করবে চিকেন ফ্রাই।
আমাদের আশ্চর্য হওয়ার সমাপ্তি নাই।

আমাদের বিস্মিত হওয়ার অবসান নাই,
কে জানত মানুষ ইট বালি সিমেন্ট আর রড দিয়ে ছাদের উপর ছাদ তার উপর আবারো ছাদ করবে-
কে জানতো আমাদের সরিষা মাঠগুলো দখল হয়ে যাবে বহুজাতিক কোম্পানির প্রকোষ্ঠে-
গাড়ির পর গাড়ি তারপরেও গাড়ি ট্রাফিক জ্যাম মধ্যখানে আমরা পিঁপড়ের মতো হেঁটে যাই।
আমাদের বিস্মিত হওয়ার অবসান নাই।

আমাদের অবাক হওয়ার শেষ নাই,
মরণঘাতী প্লাস্টিক দিয়ে আমরা করছি সুস্বাদু পান-
কে জানত আমাদের সংবর্ধনা অনুষ্ঠান বিবাহ কবিতা পাঠ এবং গল্পের আসরগুলো দখল করে নেবে প্লাস্টিকের ফুল-
আসলে ভবিষ্যৎ আমরা জানি না জানার অন্ত নাই।
আমাদের অবাক হওয়ার শেষ নাই।

আমাদের গল্প শেষ হওয়ার সুযোগ নাই,
কে জানত উন্নয়নের নামে কোটি কোটি হাজার কোটি টাকা গলাধঃকরণ করবে দুই পায়ের জন্তুগুলো-
কে জানত লাল সাদা রঙবেরঙের রঙের ভিতর পোশাক গুলোর দাম হয়ে উঠবে অট্টালিকা-
যা জানিনা তা জানিনা কিন্তু যা জানি তা নিয়ে থমকে দাঁড়াই।
আমাদের গল্প শেষ হওয়ার সুযোগ নাই।

রুদ্র সুশান্ত
বিপ্লব উদ্যান, দুই নাম্বার গেইট,
চট্টগ্রাম
২৫ আগষ্ট ২০২২ ইংরেজি

0

Publication author

0
জন্ম চট্টগ্রামে, বসবাস ঢাকায়।
প্রকাশিত বইগুলো-
১. বঙ্গদেশে স্বর্গবাস (কাব্যগ্রন্থ) প্রকাশ-২০১৬ ইং ‌
২. হাড্ডু মামার ছড়া (ছড়াগ্রন্থ) প্রকাশ-২০১৭ ইং
৩. চন্দ্রাবতীর সাতকাহন (কাব্যগ্রন্থ) ২০১৮ ইং
৪.গণতান্ত্রিক বেদনা (গল্পগ্রন্থ) প্রকাশ ২০১৮ইং
Comments: 0Publics: 12Registration: 15-09-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।