আমরা চাষ করি আনন্দে
আমরা চাষ করি আনন্দে
মাঠে মাঠে বেলা কাটে
সকাল হতে সন্ধে
আজ কাল চাষ করি না আনন্দে
পড়েছি আলু চাষের মহা ফান্দে
ধার দেনা করে
সারা দিন ঘুরে
বীজ কিনি আমি
এতো কেনো দামী
ওরা ব্যবসা দার
হয়েছে হাহাকার
চওড়া দামে বিকোচ্ছে চাষী কান্দে
আমরা চাষ করি আনন্দে
মাঠে মাঠে বেলা কাটে
সকাল হতে সন্ধে
আজ কাল চাষ করি না আনন্দে
পড়েছি আলু চাষের মহা ফান্দে
চাপানেরও একই কেশ
বলেহায় গোডাউন শেষ
ঘরে আজ হাহাকার
লক্ষ টাকা করে ধার
দিলাম মাটিতে বীজ পুঁতে
আকাশে তাকিয়ে মোনাজাতে
চোখ বারে বারে কান্দে
আমরা চাষ করি আনন্দে
মাঠে মাঠে বেলা কাটে
সকাল হতে সন্ধে
আজ কাল চাষ করি না আনন্দে
পড়েছি আলু চাষের মহা ফান্দে
ধার দেনা করে
সারা দিন ঘুরে
বীজ কিনি আমি
এতো কেনো দামী
ওরা ব্যবসা দার
হয়েছে হাহাকার
চওড়া দামে বিকোচ্ছে চাষী কান্দে
আকাশে কান্দে ফেরেস্তারা
ঝরে ঝরে বারিশের ধারা
বীজ মাঠে গেলো পচে
টান পড়ে গেলো খরচে
দেনা চাষীর ঘরে ঘরে
তাই দেখো চাষী মরে
আজ কাল চাষ করি না আনন্দে
পড়েছি আলু চাষের মহা ফান্দে
আমরা চাষ করি আনন্দে
মাঠে মাঠে বেলা কাটে
সকাল হতে সন্ধে
আজ কাল চাষ করি না আনন্দে
পড়েছি আলু চাষের মহা ফান্দে
ধার দেনা করে
সারা দিন ঘুরে
বীজ কিনি আমি
এতো কেনো দামী
ওরা ব্যবসা দার
হয়েছে হাহাকার
চওড়া দামে বিকোচ্ছে চাষী কান্দে
আমরা খুব কষ্ট করে
আলু তুলে আনবো ঘরে
নেতারা ঘুমের ঘোরে
সীমানা সিল করে
দেবে আলুর দাম তখন বেন্দে
আমরা চাষ করি আনন্দে
মাঠে মাঠে বেলা কাটে
সকাল হতে সন্ধে
আজ কাল চাষ করি না আনন্দে
পড়েছি আলু চাষের মহা ফান্দে
ধার দেনা করে
সারা দিন ঘুরে
বীজ কিনি আমি
এতো কেনো দামী
ওরা ব্যবসা দার
হয়েছে হাহাকার
চওড়া দামে বিকোচ্ছে চাষী কান্দে