আমাদের শিক্ষা
শিক্ষা আমাদের অধিকার
মানুষ গড়ার কারিগর।
শিক্ষা আমাদের চোখের আলো
দেশ গড়ার অঙ্গীকার।
শিক্ষা আমাদের বল
আমার সবাই মহান।
শিক্ষা আমাদের আশার আলো
স্বপ্ন পূরণের ছল।
শিক্ষা হল আঁধার রাতে
পূর্ণিমার ওই চাঁদ,
শিক্ষা হল ভোরের আকাশ
পাখিদের-ই গান ।
শিক্ষা হল ফুল বাগানের
ফোঁটা অজানা ফুল
শিক্ষা হল জাতির গর্ব
দেশের জন্য।
শিক্ষা হল নীল সমুদ্রের মাঝে
ফোঁটা একটি ফুল,
শিক্ষা হল মরুভূমির
এক ফোঁটা বৃষ্টির জল।
শিক্ষা হল পূর্ব আকাশের
রবির-ই কিরন।।
০৬/০৯/২০১৯
Subscribe
Login
0 Comments
Oldest