আমার কলমে কালি নেই
হঠাৎ একদিন পথ চলতে চলতে রাস্তার পাশে
সুন্দর একটা আর্বজনার পাত্র দেখে থমকে গেলাম
পাত্রটাকে ঘিরে কয়েকটি হাড় বের করা শরীর
মনের আনন্দে আর্বজনার পাত্র শূন্য করছে
এই দৃশ্য দেখে আমার রাগ হল , দেশে কী আইন নেই
এভাবে চারিদিকের আর্বজনা শেষ হয়ে যাচ্ছে
এটা তো মানা যায় না বলুন?
তাই প্রতিবাদে গর্জে উঠলাম, হাতে কলম নিয়ে দেখি
আমার কলমে কালি নেই।
সেদিনই তো মাঝরাতে পাশের বাড়ির বৌটাকে
শশুরবাড়ির লোকজন মনের সুখে পুড়িয়ে মারলো
আমরা বিষ্মিত চোখে সেই আনন্দঘন মুহুর্ত দেখলাম
হঠাৎ কোথা থেকে একদল পুলিশ এসে সব বিগড়ে দিল
এটা তো পুলিশের অন্যায় বলুন!
তাই আমি জনগণের কথা তুলে ধরতে
এর প্রতিবাদে কলম তুলে দেখি
আমার কলমে কালি নেই।
একজন পুরুষ তার পুরুষত্ব জাহির করতে স্ত্রী কে
এলোপাথাড়ি ভাবে পিটিয়ে চলল
তার বাড়ির সামনে সিনেমা হলের মত ভীড় জমে গেল
সবাই যার যার মতামত দিচ্ছে , তাদের মধ্যে থেকে একটা কাপুরুষ চিৎকার করে উঠলো..অন্যায়
ভীড় তৎক্ষণাৎ সেই কাপুরুষ কে লাথি ,ঝ্যাটা দিয়ে
গ্ৰাম থেকে তাড়িয়ে ছাড়লো..
আমাদের সমাজের এমন একটা কাপুরুষ কে যোগ্য
জবাব দিতে গিয়ে দেখি..
আমার কলমে কালি নেই ।
হৃষ্টপুষ্ট শরীর,মুখে হাসি, দেশাত্মবোধ ঝড়ে ঝড়ে পড়ে
ইনি আমাদের আধুনিক নেতাজি , আমাদের নেতা
দুই হাতেই লুটেপুটে খাচ্ছেন , মনে কোন সংকোচ নেই
কী চমৎকার চরিত্র বলুন, দেখলেই ভক্তি করতে ইচ্ছে করে
চুরি বিদ্যা কে তিনি ঈশ্বরের পর্যায়ে নিয়ে গেছেন
এরকম একজনের জন্য হঠাৎ মন চাইলো
দুটো সাধুবাদ লিখি.. কিন্তু.. লিখতে গিয়ে দেখি
আমার কলমে কালি নেই ।
এই যে রাস্তায় গর্ত,এই যে চারিদিকে অন্ধকার
চোখের সামনে নাচানাচি করছে কীটপতঙ্গের দল
লোভ, লালসা, ছিনতাই, চুরি, জোচ্চুরি, খুন
সবই তো দেখছি, দেখবো ও..
এই যে আমাদের গলা চিরে একটাও শব্দ বের হয় না
এই যে আমাদের চোখের উপর চাদর বিছানো ছবি
এই যে আমাদের শক্ত বদ্ধ মুষ্ঠি
এই যে আমাদের বুকের ভেতরে জ্বলন্ত আগুন
ভাবলাম ওদের জন্য কিছু লিখি, কিন্তু হায়
লিখতে গিয়ে দেখি
আমার কলমে কালি নেই।
#মন_সায়রের_পাড়ে