আমার কিছু ভাল লাগে না!
আমার কিছু ভাল লাগে না..
আমার এখন নিজের কাছে নিজেকে আর ভাল লাগে না।
লাগাম ছাড়া স্বপ্ন গুলো দেখতে আর ভাল লাগে না
পায়ের জুতো পড়তে কী ভীষণ কষ্ট, অনেক কষ্ট!
আমার এখন আয়নায় নিজেকে দেখতে দুঃখ লাগে,
তুমি কেন ওমন করে তাকিয়ে থাকতে আমার দিকে!
তোমার জন্য,আমার কী ভীষণ কষ্ট।
বনফুলের ঘ্রান নিয়ে স্বপ্ন গুলো কেন দেখতে?
চাতক পাখির মতো আমার দিকে কী দেখতে?
গভীর চোখে সবুজ জলে আমি যে তলিয়ে যাচ্ছি!
এই তলানি আমার ভাল লাগে না..
আমার এখন ভালো মানুষের, ছেলেমানুষী দেখলে খারাপ লাগে।
চৈত্র মাসের আগুন রোদে পুড়তে খারাপ লাগে।
সর্ষেফুল হাওয়ায় দোলে,দেখতে কী কষ্ট লাগে..
ভালো মানুষী হাসি দেখলে আমার ভাল লাগে না!
মোটের উপর আমার কিছুই ভালো লাগে না,
বুঝলে ঈশীতা..!
আমার চুল, নখ, পায়ের হাড়ে কী ভীষণ কষ্ট।
ব্যস্ত শহরে বৃষ্টি হলে ভালো লাগে না..
মেঘের ঢাকের মত চারিদিকে হাহাকার আমার ভালো লাগে না!
সুখ দেখলে আমার ভাল লাগে না ঈশীতা।
বুঝলে তুমি?
তোমার নামে আমি স্বপ্ন জানি।
তুমি ছাড়া আমার কারো কিছু ভাল লাগে না..
এতভালো কিছুর পরও আমার কী কষ্ট..!
তোমার হৃদয় কমল ফুলের মত আমার মনে কঠিন কষ্ট!
ঈশীতা আমার কষ্টগুলোও আমার ভালো লাগে না!
একটুও ভাল লাগে না..
#মন_সায়রের_পাড়ে