আমার থেকে হারিয়ে গেছে
হারিয়ে গেছে জীবন থেকে
সপ্ন ভরা রাত
হারিয়ে গেছে জীবন থেকে
হাতে রাখা হাত
হারিয়ে গেছে জীবন থেকে
সুখের রঙ্গিন ঘুড়ি
হারিয়ে গেছে জীবন থেকে
তুমার জারি জুরি
হারিয়ে গেছে ছোট বেলার
নানান রকম খেলা
হারিয়ে গেছে অতীত মাঝে
আমার সুখের ভেলা
হারিয়ে গেছে আমার আমি
হয়েছি তাইতো একা
হারয়ে গেছে অনেক আগে
মায়ের চুমু আকা
হারিয়ে গেছে কত সুখ যে
আছে কস্ট রাখা
মনে পরে মাগো তোমায়
তোমার আদর মাখা
হারিয়ে গেছে তোমার সাসন
কাদলে বুকে রাখা
সব ভুলিবো ভুলবো না মা
তোমার আদর মাখা….
Subscribe
Login
0 Comments
Oldest