আমার স্বাধীনতা
আমার স্বাধীনতা
_______________
আমার স্বাধীনতা——-
দুবেলা দুমুঠো অন্যের খোঁজে
মাথা কুটে মরে।।
আমার স্বাধীনতা——–
লক টাউনে হেঁটে হেঁটে
নিরাপদ আশ্রয় সন্ধানে।।
আমার স্বাধীনতা——–
রাতের অন্ধকারে
ইজ্জত বাঁচার ব্যর্থ চিৎকারে।।
আমার স্বাধীনতা——–
হাসপাতালে হাসপাতালে ছুটে
মৃত্যুকে জয় করার বাসনা নিয়ে।।
আমার স্বাধীনতা———
ফাঁকা পকেটে ঘুরে
মন্ত্রী আমলার রাশি রাশি, টাকার পাহাড়ে চোখ রেখে।।
আমার স্বাধীনতা——–
থ্রিজি ফোরজি কিম্বা ফাইভ জিতে পঞ্চাত্তোর বৎসর এসে হতাশায় ডুবে।।
Subscribe
Login
0 Comments
Oldest