আমি এখনও অব্দি তোমায় বলতে পারলাম না ‘ভালোবাসি’
আমি এখনও অব্দি তোমায় বলতে পারলাম না ‘ভালোবাসি’,
তোমাকে যতবারই দেখি যতবারই কাছে আসো,
শুধু বলার চেষ্টা করে যাই- তবু বলতে পারি না।
আমার খাওয়া, ঘুম ত্যাগ হয়েছে তোমায় বলতে পারছি না বলে,
দিনের পর দিন কথাটা জমে জমে আমার শরীরটাকে একটা আস্ত জগদ্দল পাথর বানিয়ে দিয়েছে,
বলতে পারলে বেঁচে যেতাম-
হালকা হতাম!
দরজা জানলা বন্ধ গুমোট ঘরে যেমন স্বস্তির বাতাস ঢোকে হঠাৎ সেগুলো খুলে দিলে,
আমার অবস্থাও তেমন হতো।
কিন্তু না, বলতে আর পারছি না
মনে হয় বলতে পারবও না।
এখন পুরোটাই তোমার উপর।
তুমি বলে ফেলো তাড়াতাড়ি যে, আমায় ভালোবাসো।
আর দেরি কোরো না।
আমার মনের কথাটা বোঝার চেষ্টা করো লক্ষ্মীটি,
না হলে দেখবে হয়তো তোমার ঐ কথাটা যার শোনার দরকার ছিল সেই আর শেষ পর্যন্ত থাকবে না!
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩/০৯/২০২৩