আমি এমন ব্যবস্থা করবো
আমি এমন ব্যবস্থা করবো
#সুমিত_দরানী
30/9/20
দুইজন দুই সীমান্তে দাঁড়িয়ে
সংঘর্ষের ইতি টানবো প্রিয়তমা.!
আমি এমন ব্যবস্থা করবো..
ভয়ঙ্কর কোন সন্ত্রাসী , মানব কল্যাণ সমিতির সভাপতি হয়ে যাবে।
দূরের দিগন্ত রেললাইন ছুটে যাবে সবুজ ঘাসের উপর দিয়ে।
আমি এমন ব্যবস্থা করবো..
ধর্মের দ্বন্দে থাকা মানুষেরা গাইবে ভালোবাসার গান।
দেশের মুদ্রাস্ফীতি কমে যাবে , উঠবে শিল্পের ঢেউ
আমি এমন ব্যবস্থা করবো..
বৃষ্টির দিনে ময়ূরী পেখম মেলে নাচবে আর
গাইবে কোকিলের সুর।
ঝড়া পাতাটাও আবার জুড়ে যাবে সবুজে ঘেরা ডালে।
আমি এমন ব্যবস্থা করবো..
ভালোবাসার চোরাচালান ছাড়া মানুষ আর সব ভুলে যাবে।
চাঁদের আলো জ্যোৎস্না দেবে মানুষের মন খারাপে
আমি এমন ব্যবস্থা করবো..
তুমি শত পথ অতিক্রম করবে শুধু আমার রাজ্যে ভ্রমন করতে।
তোমার নদীতে উঠবে ভালোবাসার ঢেউ , যা থাকবে আমার নামে..
আমি এমন ব্যবস্থাই করবো .. প্রিয়তমা!