আমি জানতে চাই

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এই অচেনা এক বর্ণচোরা সভ‍্যতা-শাসিত,
নিতান্ত শোষিত নিস্পেষিত,
রোদের দ্রোহে ভাজা বালুর ন‍্যায় বড্ড বেশি বিধ্বস্ত,
এই আমি আজ জানতে চাই-
আদিম মানুষ থেকে ঠিক কতটাই
দূরে আছি আমরা।

পৃথিবীর তাবৎ রূপান্তরিত শিলা খুঁড়ে খুঁড়ে
সেই গভীরের আদিম ফসিল-মানুষের
অণু-পরমাণু ভেঙে ভেঙে আমি জানতে চাই
তারাও কি আমাদের মতো স্বজনভোজী ছিল?
আমি জানতে চাই-
তারাও কি আমাদের মতো ক্লান্তিশানিত
বুকের ভেতরে
পুষে রাখত আলতো করে
কোন গোপন কষ্ট?

আমাদের মতো তাদের রক্তেও
ছিল কিনা ঘুণপোকাদের জবর-বসতি,
আমি জানতে চাই।
আমি জানতে চাই-
তারাও আমাদের মতো মগজ টুয়িষ্ট করে
দিনের আলোতেই ডামি হিরো সেজে
গোটা জাতি-গোত্রকে
দিব‍্যি উপহাস করত কিনা?
আমরা এতকাল এতদিন
তাদেরই স্বভাবের জিন
বয়ে বয়ে এই সভ‍্যতার(!) র‍্যাপ-মেলা অবধি
এসেছি কিনা?
-আমি আজ জানতে চাই।

যদি নাই হয়, তবে এই স্মার্ট হোমোস‍্যাপিয়েন্ট(!)
আমরাই কি আমাদের তাবৎ
ভেতরটাকে উল্টে দিয়েছি?
-আমি জানতে চাই।
কেন ব্লাকহোল দশাগ্রস্ত এই মেগা অবক্ষয়!
কেন এই ভূমিধ্বস পতন!
আমি আজ এর তাবৎ সূত্র জানতে চাই।

0

Publication author

0
জন্মস্থান খুলনা, বাংলাদেশ। বর্তমানে বসবাস ঢাকা, বাংলাদেশ। একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।
Comments: 0Publics: 22Registration: 04-12-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।