আমি তাকে অভিশাপ দিয়েছি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি তাকে অভিশাপ দিয়েছি
– জয়ন্ত কুমার দুবে

তাকে অভিশাপ দিয়েছি- সে যেন আমার চেয়ে বেশি দিন বাঁচে। সে যেন ছটফট করে , ভীষন ছটফট। একেবারে অস্থির হয়ে যেন-মরিয়া হয়ে ওঠে। আজ থেকে পঁচিশ বছর অবধি যেন বার বার আমার কথা ভাবে। এক একটা দিন সে কাঁদবে, খুব কাঁদবে ।
যখন বুঝতে পারবে আমি-
কেনো তাকে অভিশাপ দিয়েছি, সে আমাকে খুঁজবে। এখানে ওখানে, এই শহর ওই শহর ,এ গলি ও গলি। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়বে ।
সেই ক্লান্তির সময় চোখের কোণা থেকে জমানো জল যেন আমার কথা ভেবে গড়ায়।
তার সাথে আমার দেখা হবে সেই দিন-
যেদিন আমার শেষ যাত্রায় ভীড় হবে , খুব ভীড় হবে। শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মা? সে তো অমর। আমি সেদিনও যেতে যেতে অভিশাপ দিয়ে যাবো – সে জেনো আমার চেয়ে বেশি দিন বাঁচে।

– © জয়ন্ত কুমার দুবে

0

Publication author

1
পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বড়ো হয়ে ওঠেন জয়ন্ত কুমার দুবে । ছোটোবেলা থেকেই ওনার গল্প, কবিতা, মোটিভেশনাল স্টোরি লেখার ভীষন শখ। ২০১৮ সাল থেকে বাংলা কবিতায় যথেষ্ট সুপরিচিত কবি জয়ন্ত কুমার দুবে এখন একটি কবিতার চ্যানেল এর সম্পাদক। ওনার কবি
Comments: 0Publics: 6Registration: 10-04-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।