আমি তাকে অভিশাপ দিয়েছি
আমি তাকে অভিশাপ দিয়েছি
– জয়ন্ত কুমার দুবে
তাকে অভিশাপ দিয়েছি- সে যেন আমার চেয়ে বেশি দিন বাঁচে। সে যেন ছটফট করে , ভীষন ছটফট। একেবারে অস্থির হয়ে যেন-মরিয়া হয়ে ওঠে। আজ থেকে পঁচিশ বছর অবধি যেন বার বার আমার কথা ভাবে। এক একটা দিন সে কাঁদবে, খুব কাঁদবে ।
যখন বুঝতে পারবে আমি-
কেনো তাকে অভিশাপ দিয়েছি, সে আমাকে খুঁজবে। এখানে ওখানে, এই শহর ওই শহর ,এ গলি ও গলি। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়বে ।
সেই ক্লান্তির সময় চোখের কোণা থেকে জমানো জল যেন আমার কথা ভেবে গড়ায়।
তার সাথে আমার দেখা হবে সেই দিন-
যেদিন আমার শেষ যাত্রায় ভীড় হবে , খুব ভীড় হবে। শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মা? সে তো অমর। আমি সেদিনও যেতে যেতে অভিশাপ দিয়ে যাবো – সে জেনো আমার চেয়ে বেশি দিন বাঁচে।
– © জয়ন্ত কুমার দুবে