আমি তোমার প্রেম কোনোদিন পাইনি – অর্ঘ্যদীপ চক্রবর্তী
আমি তোমার প্রেম কোনোদিন পাইনি,
আমার প্রেম তাই নিঃসঙ্গ জীবন কাটায় একরাশ হতাশা নিয়ে।
তুমি আমায় বোঝোনি
বোঝার চেষ্টা করোনি।
আমি তোমার কাছে খেলার পুতুল ছিলাম,
বিনোদনের সাথী হয়ে সময় কাটিয়েছিলাম
চিরজীবনের সাথী হতে পারিনি।
খেলা শেষে ছুঁড়ে ফেলে দিতে আমায়,
বুঝতে না আমি অন্য পুতুলের মতো নই
আমার প্রাণ আছে,
তবে শরীরে অন্য কোথাও আঘাত পেতাম না-
পেতাম হৃদয়ে।
খেলার সময় তোমার হাতের ছোঁয়া পেতাম- সেই তো পরম পাওয়া।
তোমায় চিরজীবনের সুখ দিতে পারিনি
তাতে আমার কোনো দুঃখ নেই,
তোমার জীবনের সাময়িক কিছু সময়ে সুখের কারণ হয়েছিলাম,
এসব নিয়েই আমার বাকি জীবনটা কেটে যাবে-
শান্তিতে একদিন দুই চোখ বুজতে পারবো।
১৭/০৭/২০২৩