আমি তো সেই একই রকম আছি !

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি তো সেই একই রকম আছি
আলের ওপর খাড়া চৌপর
সাড়ে তিন হাত জমি !
চলছি ফিরছি উঠছি বসছি
ঢ্যাঁটানন্দ স্বামী !
অল্পে কিছুই হয়না আবার
বেশি হলেই বমি !
খেয়াল খ্যাপা, যায়নি মাপা
– লাই দিলে নষ্টামী !
আমি তো সেই একই রকম ,
যেমন ছিলাম আমি !

সেই রকমই বাউন্ডুলে বাঁচি –
সেই রকমই দুই আর দুইয়ে পাঁচ
দো দিন কে জিন্দেগী বাপ –
পরান খুলে বাঁচ !

সেই রকমই খেয়ালী মনখোনা,
দু তিনটে দিন নাই বা খেলাম
কোনোই ব্যাপার না –
রাগলে দুয়ার বন্ধ, অনশন
তখন যেমন ছেড়ে গেছিস
ঠিক তেমনি বদ্ধ পাগল,
ধনুক ভাঙা পণ !

অফিস টফিস যেমন খুশি যাই
মামারবাড়ি, বাঁধন তেমন নাই,
মাইনেটা তো দিচ্ছে আপাতত
আধা হলেও মাস তো চলে যায় !

দিনের বেলা দিন কেটে যায়,
রাতের বেলা একাই পাগলা দাশু !
আকাশ ছুঁয়ে ধুমকী তখন,
সবজান্তা আমিই অষ্টবসু !
রাত তো গভীর, হুঁশ থাকেনা-
আকাশ ভরা তারার সাথে কাব্য আলোচনা —
আকাশ কিন্তু একই রকম আছে –
ছেড়ে গেছিস অনেক দিন তো হলো,
এতো দিনেও আকাশ পাল্টালো না !

একলা নয়তো, তুই তো থাকিস সাথে
তুই সোফাতে, আমি আমার ছাতে !
জড়িয়ে থাকিস — শরীরটাই কি সব ?
পাগলদের তো মন নিয়ে উৎসব !
খাওয়া দাওয়া ? খিদে পেলে খাই তো –
মনে আছে ভুলো কুকুর ?-
ভক্ত হয়ে বোস থাকে তো
ওর খাওয়াটাও চাই তো !
তাই তো আনাই, ডিম তড়কা রুটি –
ভুলোর জন্যে সামান্য ভাত দুটি !
তবে ভালোই রাগটা তেমন নেই
দুই জনেই বেশ ল্যাং খাওয়া তো,
মার খেলে দেখ, পোষ মানে অল্পেই !

আমার কথা ছাড় তো, কেমন তুই
আলসেতে তোর গোলাপ চাঁপা জুঁই –
এখনও কি ফোটে আগের মতো-
কে দেয় রে জল, আদর টাদর যত-
কে ক’রে দেয়, হাত বুলিয়ে গায়,
ভোলায় কে রে, কান্না যখন পায় ?
কে নেয় বুকে, কে দেয় ওদের হামি
কে দেয় ওদের সুখের ঘরের চাবি, চূড়ান্ত পাগলামি !

ভীষণ রাগে, লাল হলে তোর মুখ,
ভোলায় কে রে, সারায় কে অসুখ ?
হঠাৎ হঠাৎ ডাকলে নদে বান,
সামাল কে দেয়, ভাঙ্গায় কে রে মান !

কিছুই না তাই জানতে ইচ্ছে করে
বৃষ্টি হলে, আজ কে ছাতা ধরে
কথা সরিৎসাগর তোর যা যত
কে শোনে আজ বাধ্য ছেলের মতো
বলতি যেমন আমায় পাগলা রাজা –
এখন কে সেই কোন সে মহারাজা !

হঠাৎ দেখা অনেক দিনের পরে
কিছুই না, তাই জানতে ইচ্ছে করে

আমি ? আমি তো সেই একই রকম আছি
বিশ্বাস কর সত্যি বলছি
পাগলের সেই সাড়ে তিন হাত জমি !

0

Publication author

offline 3 days

হিয়া রাজা

15
হিয়া রাজা কতখানি কবি জানিনা কিন্তু চেষ্টায় আছে বেচারি। আদতে যন্ত্রবিদ, কিন্তু আন্তর্জাতিক কর্পোরেট জগতে বজ্জাতি করছে দীর্ঘদিন।হিয়া রাজা প্রবাসী, কবিতা লেখে খেয়ালে, নিজেকে কবি বলেনা, পাঠক কবিতা পড়ে সুখী হলে তার ওপরে কথা নাই।
Comments: 27Publics: 62Registration: 19-08-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে