আমি বড্ড ক্লান্ত

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমার জীবৎকাল এখন কালের গহ্বরে পড়ন্ত
অনাদরে কেটেছে কত বসন্ত
তবুও নিত্য আমি রেলগাড়ির মতোই ছুটন্ত
ধরণির বুকে ঘুরছি দুরন্ত
জীবনের সূর্যটা অস্তাচলে আস্তে আস্তে ডুবন্ত
মনোজগৎ পড়ে আছে ঘুমন্ত।
প্রতিদিন দেখে দেখে গোধূলির মায়াময় দিগন্ত
খুঁজেছি অচিন পাখি জীবন্ত
পাইনি শুধু দেখেছি রুদ্র অহমিকায় ভরন্ত
যেন হৃদয়হীন তনুর সামন্ত
এমনই খেলায় কেটে গেছে কত হেমন্ত
শূন্যতাই যেন অনাদি-অনন্ত।
আজ আমি বড্ড ক্লান্তির অবসাদে চলন্ত
দিশেহারায় পুড়ছি যেন জ্বলন্ত
পাষাণের বোঝা বইতে বইতে শেষ পর্যন্ত
কবে হবে এর অন্ত
দয়াময় দাও না ছড়িয়ে জীবনীশক্তি অফুরন্ত
তারই পরশে হই প্রাণবন্ত।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।