আমি ভালোবাসি
আমি গভীর রাতের নীরবতা ভালোবাসি,
আমি তোমার সব অভিমানের জল হয়ে বয়ে যেতে ভালোবাসি।
আমি তোমার দুর্নিবার সাহস হতে ভালোবাসি।
আমি তো তোমাকে কখনও ছায়া হতে শেখাইনি।
আমি চাই তুমি আমার বৃক্ষ হয়ে ওঠো।
আমি পূর্নিমার জোছনা ভালোবাসি, ভালোবাসি সমুদ্রের অক্লান্ত পরিশ্রম –
আমি বসন্তের পলাশ, অঝোর শ্রাবণ সব ভালোবাসি।
আমি তোমার বিশ্বাস হতে ভালোবাসি।
আমি তো তোমাকে কখনও দায়িত্ব বোঝাইনি।
আমি চাই – আমায় ,শুধু আমায় একটু আগলে রাখো।
আমি বাতাসের শন্ শন্ নিশ্বাস হতে ভালোবাসি,
আমি নিজের ভালোলাগা কে মুক্ত বিহঙ্গের ডানায় রাঙিয়ে দিতে ভালোবাসি।
আমি তো তোমাকে ভাসাতে বলিনি।
আমি চাই তুমি আমার নির্বাক শব্দ হয়ে ওঠো।
আমি গভীর অরণ্যের নির্জনতা ভালোবাসি,
আমি অশ্লীলের ভিতরে থাকা শ্লীলকে টেনে আনতে ভালোবাসি।
আমি তো কখনও কর্তব্য, অনুবেদন শেখাইনি,
তুমি তো তোমার মতো করেই আমায় ভালোবাসো……
আমি চাই-ভালো থেকো, ভালো রাখো…….. আর শুধু আমায় বুঝতে শেখো।