আমি শান্তির কাছে পৌঁছেছি
প্রতিদিন, নিঃশব্দতার মাঝে,
আমি একমনে প্রার্থনা করি।
নিজস্ব প্রার্থনার মধ্যে দিয়ে,
আমি বিশ্বাসের সন্ধান পেয়েছি।
সেই বিশ্বাসের জোরে,
আমি ভালোবাসা নিমার্ণ করেছি।
নির্মল ভালোবাসায় ভর করে,
আমি সন্ধান করে ফিরেছি।
প্রতিনিয়ত সন্ধানের মাধ্যমে,
আমি, শান্তির কাছে পোঁছেছি।
শান্তিকে ভর করে, করে,
ভরিয়ে দিতে চাই, এক পৃথিবী।
Subscribe
Login
0 Comments
Oldest