আমি হয়ে যাব তোমাদের ঘরেরই মেয়ে
শিরোনাম – “আমি হয়ে যাব
তোমাদের ঘরেরই মেয়ে”
কলমে – তনুশ্রী গরাই
আমি যেতে চাই মানুষের সমাগমে-
সেইখানে যেখানে মেখে থাকে ধুলোরা
প্রেম ভালবাসা আর আহ্বান।
আমি চলে যেতে চাই- না বলা কথার ডালি বুকে নিয়ে
সেই সব মেয়েদের ঘরে ঘরে,
যারা বলে নিতে পারেনি হৃদয়ের কথা,
দু’মুঠো অন্ন তার জোটে নি ভালো করে,
সেওতো রাত্রি জাগে, প্রহর গোনে
ভালোবাসা পাবে বলে।
আমি মানুষের সেই ভিড়ে চলে যেতে চাই-
মানুষের কাঁপা ঠোঁটে হৃদয় যোগায়।
আমি সেইখানে ছুটে যাই
নিষ্পাপ বালকের দলে-
বুঝিয়ে দেব আমি শুধু
সময়ের মূল্য টা বারেবারে।
আমি একদিন হয়ে যাব তুমি দেখে নিও
রাশি রাশি ফুল আর ফুলেদের তোড়া,
পসার সাজাবে দোকানি-
সবচেয়ে সুখী দিনে সবচেয়ে দুঃখী দিনে
তোমাদের ছুঁয়ে ছুঁয়ে যাব।
আমি অঘ্রানের রোদ হব কড়া
ফসলের গায়ে লেগে রব
ফসলের সাথে সাথে
তোমাদের ঘরে ঘরে যাব।
আমি ফুল হয়ে ফুটব যতনে
ভোরের কুসুম মত তুলবে যখন
প্রভুটির পায়ে পড়ে রব।
আমি উড়ে যাব পাখি হয়ে আকাশের বুকে
রাত দিন ঘুরে ঘুরে শুধু দেখে নেব
তোমরা ভালো আছো কে কেমন করে?
জীবনকে ভালোবেসো জীবনের তরে।
আমি নদীটির জল হয়ে প্রবাহিত হব-
যেইখানে জমিটির শুষ্ক দেহ, ফাটলের রেখা
সেইখানে পড়ে পড়ে ফসল ফলাব।
আমি রয়ে যাব চুপচাপ তারাদের সাথে-
শুধু দেখে নেব, যে প্রিয়জনেরা চলে গেছে
তাঁরা সব কে কেমন আছে?
আমি চলে যাব অসহায় মানুষের কাছে
যে ক’টা অন্ন আছে ভাগ্যে আমার
সেইখানে দু’মুঠো তে লিখে দেব
ওদের নামের অধিকার।
আমি চলে যাব তোমাদের কাছে,
আমি চলে যাব তোমাদের মাঝে,
সবটুকু ভালোবাসা ঋণী হয়ে নেব,
সবটুকু ভালোবাসা বারে বারে দেব।
আমি হয়ে যাব তোমাদের ঘরেরই মেয়ে-
ভোর রাতে কোকিলের ভাঙ্গা গানে গলাটি মেলাব।।
তনুশ্রী গরাই